মুন্নী আক্তার,স্টাফ রিপোর্টার ঃ
শ্যামা পূজা ২০২২ সাল -বিশ্বতান সংগঠন এর সাংস্কৃতিক আয়োজনেে "বিভূষিতা মূন্ডমালা" উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান উপদেষ্ঠা স্নিগ্ধা আচার্য্য,উপদেষ্ঠা মন্ডলীঃশান্তুুনু মিত্র, সভাপতিঃনরেন সাহা, সহ সভাপতি নিবেদিতা আচার্য, আইন বিষয়ক সম্পাদক বিকাশ কান্তি নাথ।
সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য, অর্থসম্পাদক কনক বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদিকা অনন্যা সেন নিপা।
উক্ত অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশনায় ছিলেন অংকিতা আচার্য্য,পৃথুলা বিশ্বাস,শুভ,কৌশিক দত্ত,সাগ্নিক দাশ রুপ,মৈত্রি আচার্য্য,সুকর্না আচার্য্য,অদ্রি,চৈতী,মনিষা দাশ প্রীতি, তুষি চৌধুরী, নিতু গুপ্তা,অনন্যা সেন নিপা।
একক সংগীত পরিবেশন করেছেন অংকিতা আচার্য্য, অনন্যা সেন নিপা,পৃথুলা বিশ্বাস,এবং নিতুগুপ্তা।
আবৃওিতে ছিলেন শান্তুুনু মিত্র,নৃত্য পরিচালনায় সেতু রায়,সংগীত পরিচালনায় অংকিতা আচার্য্য।অনুষ্ঠানটি দক্ষিন নালাপাড়ার পুজো মন্ডপে অনুষ্ঠিত হয়েছে।বিশেষ কৃতজ্ঞতায় প্রবীর দত্ত সাজু,মিলি লালা, এবং দোলন সেন।লাইভ পরিচালনায় ছিলেন অনিন্দম আচার্য্য এবং গ্রাফিক্স ডিজাইন করেন সৌমেন আচার্য্য।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পিতা আচার্য্য ও কনক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।