আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
চলতি বছর বিশ্বের পরায় সবকয়টি দেশ থেকে এক হাজার মুসলিম ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওমরাহ করানো শুরু করেছে সৌদি আরব সরকার।
গত বুধবার (৩ জানুয়ারি) সৌদি আরবের বাদশাহ সালমান এ বিষয়ে নির্দেশনা দেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রগ্রামের আওতায় তাদেরকে পবিত্র ওমরাহ করানো হবে।
এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে বৃহস্পতিবার(৪ জানুয়ারি) ওমরাযাত্রীদের প্রথম দল হিসেবে ২৫০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব পবিত্র মদিনায় পৌঁছেন।
এদের মধ্যে মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, হংকংসহ পূর্ব এশিয়ার ১৪টি দেশর প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব রয়েছেন ।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ দেশটির বাদশাহ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ প্রগ্রামে সারা বিশ্ব থেকে এক হাজার ইসলামী ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে ইসলামিক স্কলার্স, শায়খ, বুদ্ধিজীবী, প্রভাবশালী ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় পবিত্র মসজিদ-ই-নববীতে ভ্রমণ করতে পারবেন।
উল্লেখ্য,সৌদিতে প্রতিবছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে এক হাজারের বেশি মুসলিম ব্যক্তিত্বের পবিত্র হজের আয়োজন করে থাকে। গত বছর দেশটির সরকার বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে কয়েক হাজার জনকে হজ করিয়েছে। সেই বছর ফিলিস্তিন,সিরিয়া ও ইয়েমেন থেকে কয়েক হাজার যুদ্ধাহত ব্যক্তির হজ পালনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।