মেহেদি হাসান নয়ন,বাগেরহাট।
বাগেরহাটে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ন পরিবেশে হাজারো মুসাল্লীর অংশ গ্রহণে দক্ষিণাঞ্চলের বৃহত্তম ঈদের জামাত বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে অনুষ্টিত হয়েছে।
দক্ষিণাঞ্চলের বৃহত্তম ঈদের জামাত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ২২শে এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭ টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে ৮ টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮ টায়। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীরা সমাবেত হয়।
মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করতে জায়গায় সল্পতার কারণে বাইরেও নামাজের ব্যাবস্থা করা হয়েছিল।ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাট গম্বুজ মসজিদে ঈদের জামায়াতে মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিল।দেশের দূর দূরত্ব থেকে নামাজ পড়তে আসা মুসল্লীরা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা অনেক দূরদূরান্ত থেকে বিশ্ব ঐতিহ্যে ষাট গম্বুজ মসজিদ ঈদের নামাজ পড়তে এসেছি সকলের জন্য দোয়া করেছি।ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এমনটাই প্রত্যাশা সকল মুসলিম উম্মাহর।
টুরিস্ট পুলিশ এস আই মো:অলিউর রহমান বলেন, বাগেরহাটের ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে আগত সকলে যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যাপারে টুরিস্ট পুলিশ সবর্দা নিয়োজিত রয়েছে। স্থানীয় ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এ বছর সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে সকল মুসল্লিদের জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা করেছেন যেটা ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে।
নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সকলের উদ্দ্যেশে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে সকলকে একসাথে মিলেমিশে দেশের স্বার্থে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।