শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
পিরোজপুর মঠবাড়ীয়া উপজেলায় বিশ্ব পানি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে (ব্র্যাক ওয়াশ) কর্মসূচির আয়োজনে।বিশ্ব পানি দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষিকা মঠবাড়ীয়া মোছাঃ ঈসমোতারা খাতুন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকোশলী জনস্বাস্থ্য প্রকোশলী অধিদপ্তর কর্মকর্তা আব্দুস ছামাদ খান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক ব্র্যাক ওযাশ কর্মসূচি পিরোজপুর কার্যালয়ের কর্মকর্তা মোঃ রেজাউল করিম। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা শাহ আজম। উপজেলা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী।
সভায় বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানিই হচ্ছে পানির প্রাথমিক ও মূল্যবান উৎস্য। কিন্তু পানির অপচয় এবং মানবসৃষ্ট দূষণসহ নানা কারণে পানির স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির অন্বেষণ, সুরক্ষা এবং টেকসই ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালযের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।