আল-হুদা মালী (শ্যামনগর) প্রতিনিধিঃ
“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন ”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মফিজুর রহমান চৌধুরী, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা ফজলুল হক, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম,সাতক্ষীরা ওয়াইল্ড টিম ফিল্ড ফ্যাসিলেটেটর সনজিৎ কুমার মন্ডল, ইনসাফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বনজীবী, জেলে, বাঘ বিধবা সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।