উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
মণিরামপুরে জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ৮৯, যশোর-০৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিটি প্লাজায় এ মতবিনিময় করেন। এসময় এস এম ইয়াকুব আলী বলেন, আপনারা অনেক কষ্ট করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক দেশ আমাদের বিরোধিতা করেছিল তারপরও কিন্তু আপনারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য এবং দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে।
মহামারী করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনৈতিক অবস্থা যখন টালমাটাল দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে তখন কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা এখনো আল্লাহর অশেষ রহমতে ভালো অবস্থানে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নর ধারাকে অব্যাহত রাখার জন্য আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে এবং জনসমর্থন তৈরি করে ক্ষমতায় আনবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন। কারণ জাতির জনকের কন্যার হাত দিয়েই আপনারা বেশি সম্মানিত হয়েছেন এবং হচ্ছেন, ভবিষ্যতেও হবেন ইনশাল্লাহ ।