মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
আজ টাংগাইল জেলা নাগরপুর উপজেলা কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আঃ বাতেন গোল্ড কাপ ফুটবল টুনা মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল সদস্য প্রচার ও প্রকাশনা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য কার্যনির্বাহী কমিটি নাগরপুর উপজেলা আওয়ামীলীগ
উদ্বোধক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু, সিনিয়র সভাপতি ভাষানটেক থানা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী মুক্তি যোদ্ধা লীগ
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আঃ আলীম খান সেলিম প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মেঘনা ব্যাংক লিমিটেড, সাবেক সহ সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান লস্কর প্রধান প্রকৌশলী অবসর সওজ সড়ক ও জনপথ অধিদপ্তর,
সভাপতিত্বে মোঃ আঃ হালিম, আঃ বাতেন গোল্ড কাপ ফুটবল টুনা মেন্টের ফাইনাল খেলায় অংশ নেন সাফর্ত্তা জনকল্যাণ সমিতি মির্জাপুর বনাম চাঁচি তারা প্রগতি সংঘ সাটুরিয়া। সাফর্ত্তা জনকল্যাণ সমিতি প্রথমার্ধে ১/০ গোলে পিছিয়ে ছিল। বিরতির পর সাফর্ত্তা জনকল্যাণ সমিতি গোল পরিশোধ করে সমতায় আসে। হাই ভোল্টেজ ম্যাচে সাফর্ত্তা জনকল্যাণ সমিতি গোল পরিশোধ করার পরেই আরো তিন টি গোল দিতে সক্ষম হয়। উক্ত খেলায় সাফর্ত্তা জনকল্যাণ সমিতি মির্জাপুর ৩/১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন অর্জন করে।