সোঃ সোলাইমান, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের রোপনকৃত ৪০০ কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে ।
বুধবার (৩১ মে) সকালে ভুক্তভোগীরা দেখতে পান বাগানের সব কলা গাছ কেটে তছনছ করেছে দুর্বৃত্তেরা। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
অভিযোগ সুত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ আগে বীর মুক্তিযোদ্ধার সন্তান হাবিব, সাইফুল ইসলাম ও সাংবাদিক মহিন উদ্দিন বড় আকারের ৪০০টি কলা গাছ রোপন করেন কিন্তু সে সব কলা গাছ কেটে তছনছ করে দেয় দুর্বৃত্তেরা। ধারদেনা করে লাগানো গাছ কেটে ফেলায় বাকরুদ্ধ এখন বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন বীর মুক্তিযোদ্ধার পরিবার ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন , অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন অভিযোগের চেয়ে মামলা করা বেশী দরকার ছিল ।