নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৩৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক মর্গ রেজিস্ট্রার প্রশান্ত রায় এ তথ্য নিশ্চিত করছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।