মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক হাজার ২শ শীতার্ত পরিবারের মাঝে শীতের উপকরণ হিসেবে কম্বল, সোয়েটার, জ্যাকেট, ট্রাউজার বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান, ট্যুরিস্ট পুলিশ প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি মো. হাবিবুর রহমানের বিপিএমের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলদিয়া জাগরণী সংঘের মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়। বাটা কোম্পানি ও ডিফেক্টো নামের তুরস্কের পোশাক আমদানিকারক একটি প্রতিষ্ঠানের অর্থায়নে শীতের উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বর্মন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ, বাটা কোম্পানির মানবসম্পদ বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ডিফেক্টোর আঞ্চলিক কর্মকর্তা এমজে ফেরদাউস, লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রমুখ।
টানা তিনদিনের কনকনে শীতে নাকাল বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ করায় বেদেরা ভীষণ খুশি। উপজেলার কনকসার বাজার, খড়িয়া ও গোয়ালীমান্দ্রা বেদেপল্লির বাসিন্দাদের কেউ কম্বল, কেউবা সোয়েটার আবার ট্রাউজার পেয়ে ভীষণ খুশি।
কনকসার ইউনিয়নের বেদেপল্লির আবু বকর সিদ্দিক বলেন, আমাদের তো গৃহস্থদের যারা অনেক টাকার মালিক, তাঁরা আমাদের ঘৃণার চোখে দেখে, কোনো সাহায্য করে না। সরকার আমাদের দিকে ভালো মতো তাকায় না। খড়িয়া বেদেপল্লির সৌদ খান জানান, সরকারিভাবে আমরা তেমন কিছু পাই না। তবে বেশ কয়েক বছর ধরে পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান বেদেদের মাঝে শীতের সময় গরম কাপড়, ঈদের সময় সেমাই, চিনি, পোলার চাল দিয়ে আসছেন