এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামেের বোয়ালখালী ” আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩০) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন আফিফ হান্নান ও গিয়াস উদ্দিন। খেলার ধারা বর্ণনা করে এসএম জসিম উদ্দিন। এ টুর্নামেন্ট গত ২৭ জুন শুরু হয়। এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আকবর, কামরুল হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ বাবলু, নির্বাহী সদস্য ফজলুল কবির, শিক্ষক বিশ্বজিত চৌধুরী, মো.ইলিয়াস প্রমুখ ।