এম মনির চৌধুরী রানা চট্টগ্রামঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড শেখ পাড়া এলাকার খাল পাড় থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটি সুস্থ্য রয়েছে। স্থানীয় গৃহীনি মুন্নী জানান, দুপুর ২টার দিকে খালে গোসল করতে গিয়েছিলাম। এ সময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান,নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলে পাড়ার গৃহবধূ গোসল করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান। উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী ছোটমনি নিবাস রৌফবাদে পাঠানো হবে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নবজাতক শিশুকে কে বা কারা ফেলে গেছেন সেটা জানা যায়নি। সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবজাতকটি আপাতত হাসপাতালে থাকবে, পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় ছোটমনি নিবাসে প্রেরন করা হবে।