এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে ৫০০ লিটার চোলাই মদসহ মো.নাছির উদ্দিন সুজন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাছির পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি নয়া বাড়ির আলী আহাম্মদের ছেলে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার পাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি চোলাই মদ নিয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের ধাওয়া দিয়ে নাছিরকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ। তিনি বলেন, নাছিরের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাছিরসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজুর পর গ্রেপ্তার আসামী নাছিরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।