প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ২:৫৭ পি.এম
বোয়ালখালীতে টেম্পু-ইজিবাইক সংঘর্ষে নিহত

এক এম মনির চৌধুরী, রানা বোয়ালখালীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পু ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মো. সাইমন (১৫) নামের এক কিশোর। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর পাঁচ টার দিকে শাকপুরা ইউনিয়নের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারীচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পুর সাথে (চট্টো মেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com