এম মনির চৌধুরী রানা, বোয়ালখালীঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খায়রুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডিজিএম শ. ম. মিজানুর রহমান, প্রমুখ। ইউএনও হিমাদ্রী খীসা বলেন, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৪৬টি বিহারে জিআর প্রকল্পের চাউল বিতরণ করা হয়েছে।