এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা বুধবার ৩১ জুলাই দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ স্বাধীনতা হল রুমে বোয়ালখালীতে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি হিমাদ্রি খীসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আবদুচ ছালাম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল হক, সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার এম এ বশর, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সহিদুল হক, স্যার আশুতোষ সরকারি কলেজের প্রফেসর ড. পার্থ প্রতীম ধর, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান কাজল দে, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, মোঃ আবু ঈছা, মাদ্রাসা প্রতিনিধি মাওলানা আলহাজ্ব শোয়াইব রেজা, সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, কধুরখীল মারজিন বিহার অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধাগণ, মসজিদ ও মন্দির এর প্রতিনিধিগণ, স্কুল ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দগণ।