এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে রিতু আকতার (২০) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ (১৫ জুলাই ) সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে মারা যান তিনি। নিহত রিতু আকতার বোয়ালখালী উপজেলার ৭ নং চরণদ্বীপ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড শরবতী বাপের বাড়ির মো. ওকাল উদ্দীন প্রকাশ মণ্টুর মেয়ে। ২০২১ সালে পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় মো. আলীর সাথে বিয়ে হয় রিতুর। তাদের ঘরে দেড় বছরের আরহাম আলী নামের এক পুত্র সন্তান রয়েছে। নিহতের চাচা মো. নওশাদ উদ্দীন জনি বলেন, গত এক জুলাই সোমবার সন্ধ্যায় আমার ভাতিজাকে তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছিল। পরদিন দুই জুলাই মঙ্গলবার আমাদেরকে জানানো হয়েছে মেয়ে গলায় ফাঁস নিতে চেয়েছে। পরে মেয়েকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে থাকাবস্থায় ভোর পাঁচটার দিকে মারা যায়। বর্তমানে তার শ্বাশুড়ি ও স্বামী পলাতক রয়েছে বলেও জানান তিনি। নিহতের বাবা মণ্টু বলেন, আমার মেয়েকে তারা নির্যাতন করে মেরে ফেলেছে। আমি বর্তমানে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) পাহাড়তলী থানায় এসেছি। আমি আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে জানতে নিহতের স্বামীর মুঠোফোনে কল দিলে সংযোগ না দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।