প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:৩৪ পি.এম
বোয়ালখালীতে ৩ প্রার্থীর ৩ সমর্থককে ১৪ হাজার টাকা জরিমানা
এম মনির চৌধুরী রানা:
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীর ৩ সমর্থককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলায় সরজমিনে আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালে এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধিমালার ৭ ও ৮ ধারা লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা, সোনালী আঁশ প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা ও কেটলি প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সকল প্রার্থীকে আচরণবিধিমালা যথাযথ ভাবে পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com