এম মনির চৌধুরী রানা, বোয়ালখালীঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে ৬টি গরু উদ্ধারসহ ৪ গরু চোরকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মুসা মেম্বারের বাড়ির দৌলত মিয়ার গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে তিনি বাদি হয়ে বোয়ালখালী থানায় একটি গরু চুরির মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলো, বোয়ালখালী পৌরসভা ৯নং ওয়ার্ড পশ্চিম গোমদন্ডী মজল্লা জমাদার বাড়ির মৃত ওছিয়র রহমানের ছেলে মো. বখতিয়ার আলম (৫২), পশ্চিম গোমদন্ডী ফজুর বাপের বাড়ির মৃত কবির আহমদ ছেলে মো. সিরাজুল ইসলাম প্রঃ বালি মিস্ত্রি (৬৭) ও পটিয়া উপজেলার চরকানাই হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইমাম শরীফ চৌকিদার বাড়ির মৃত আবুল বশরের ছেলে মো. সারোয়ার প্রকাশ কালু (৫০)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম সারোয়ার বলেন দুটি পৃথক মামলার ভিত্তিতে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৪ গরু চোরকে গ্রেফতার করা হয় এবং ৬টি চোরা গরু উদ্ধার করা হয়। গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।