এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীসহ ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে এসব মনোনয়নপত্র দাখিল করেন।
বোয়ালখালী নির্বাচন অফিসার মোহাম্মদ মাঈনুল হক এ তথ্যটি নিশ্চিত করে করেছেন , এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বোয়ালখালীর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালীর বর্তমান ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি, মোহাম্মদ শফিক, নারী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম, সজল কান্তি চৌধুরী। বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বোয়ালখালী উপজেলার বর্তমান ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম, মোছাম্মৎ উম্মে সালমা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই–বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ এপ্রিল এবং ২৯ মে বোয়ালখালী উপজেলায় ভোটগ্রহণ হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।