এম মনির চৌধুরী রানা, বোয়ালখালীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭ নং শ্রীপুর খরনন্দীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫ লাখ টাকা। গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে তা জমা দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দিনভর মসজিদের দানবাক্সের টাকা গণনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী, মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব, সহকারী ইমাম মাওলানা সোহাইল আজাদ, মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, মো. হোছাইন, আনোয়ার হোসাইন, মো. ইব্রাহীম চৌধুরী, মুহাম্মদ আছফিকুল আলম, বোয়ালখালী থানার এএসআই সিরাজুল ইসলাম, পুলিশ সদস্য মো. কামাল, মো. জসিমসহ এলাকার মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী বলেন, প্রতি তিন মাস পরপর এলাকার মুসল্লী, গণমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবং গণনা শেষে তা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।