এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক বলেছেন সদ্য অনুষ্ঠিত ভোটে এলাকার জনগণ আমাদের যে ভালবাসা দেখিয়েছেন প্রানপ্রন প্রচেষ্টা ও আন্তরিক সেবা দানের মাধ্যমে তাদের সেই ভালবাসার প্রতিদান দিয়ে যেতে চাই। বুধবার শপথ গ্রহন উপলক্ষে সমবেত বোয়ালখালীর সর্বস্থরের জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর সাড়ে বারটার দিকে নগরীর পিটিআই ভবনে নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ উম্মে সালমাকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। শপথ গ্রহন শেষে বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রঙ্গনে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতৃকিতিতে পুষ্পমাল্য অর্পন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন।এ সময় তাঁদের ফল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইমরান হোসাইন সজিব,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি আসহাব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মাচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।