এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৩ জন নতুন মুখের জয় হয়েছে। বর্তমান চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাজাকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হক। সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার ৮৬টি কেন্দ্রে হেলিকপ্টারের প্রতীকের মোহাম্মদ জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫শত ৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট, দোয়াত কলম প্রতীকের মো. রেজাউল করিম ১১ হাজার ৫৩৭ ভোট, মোটর সাইকেল প্রতীকের মো. নুরুল আমিন চৌধুরী ৯ হাজার ২শত ৫১ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ শফিউল আলম ৫ হাজার ৩ শত ৬১ ভোট, কাপ পিরিচ প্রতীকের এস এম সেলিম ৮৩৪ ভোট এবং টেলিফোন প্রতীকের এস এম নূরুল আলম ৪৭৫ ভোট পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) ৩১ হাজার ৩শত ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৮ ভোট, রিদওয়ানুল হক (চশমা) ১২ হাজার ৮ শত ৭৬ ভোট, সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ) ১২ হাজার ৩ শত ৭১ ভোট এবং শফিকুল আলম (টিয়া পাখি) ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছামৎ উম্মে সালমা (ফুটবল) প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমা আরা বেগম (প্রজাপতি) ২৮ হাজার ৪ শত ১ ভোট এবং মর্জিনা বেগম (কলস) ১৫ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।
উল্লেখ, বোয়ালখালীর ৮৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৬০ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৬ শত ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।