এম মনির চৌধুরী রানা, বোয়ালখালীঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুরোদমে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।ছয়দিন পর চট্টগ্রামের বোয়ালখালী থানায় শুরু হয়েছে সকল কার্যক্রম আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সাধারণ ডায়েরি, অভিযোগ গ্রহণসহ সার্বিক সেবা প্রদান শুরু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেছিলেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন।
কর্মবিরতি প্রত্যাহারের পর আজ (সোমবার ১২ আগষ্ট) থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। সে হিসেবে প্রায় ৬ দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এছাড়া অপরাধ দমনে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জোরদার টহল দিচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী থানা কার্যালয়ে সেবা প্রদানে প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যরা। মানুষজন সেবা নিতে থানায় যাচ্ছেন। থানা পুলিশ কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি বাড়ছে।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, থানার সকল সদস্য দৈনদিন কার্যক্রম পালন করছেন। বোয়ালখালী উপজেলার মানুষ শান্তিপ্রিয়। অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।