এম মনির চৌধুরী রানা চট্টগ্রামঃ
চট্টগ্রামে বোয়ালখালীর ভান্ডলজুড়ির পানি কর্ণফুলী আবাসিকে সরবচ দিতে চায় সিডিএ দীর্ঘ ৩৩ বছর ধরে পানি না পাওয়ায় বিরানভূমিতে পরিণত হয়েছে ৫১৯ টি প্লটের ‘সিডিএ কর্ণফুলী আবাসিক এলাকা’ প্রকল্প। অবশেষে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী নদীর তীর ঘেঁষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে জ্যৈষ্ঠপুরা এলাকায় ভাণ্ডালজুড়ি পানি শোধনাগার থেকে এ প্রকল্পে পনি সরবরাহের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ অনুরোধপত্র পাঠান সিডিএ’র চেয়ারম্যান মো. নুরুল করিম।নচিঠিতে বলা হয়েছে, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ২০০০-২০০১ সালে ৫১ দশমিক ৬৭ একর জমিতে ৫১৭টি প্লটের একটি আবাসন প্রকল্প করা হয়েছে। প্রকল্প এলাকায় কাজ চলাকালে সুপেয় পানি সরবরাহের বিষয়ে ডিপোজিট ওয়ার্ক হিসেবে প্রয়োজনের কথা চট্টগ্রাম ওয়াসাকে ২০০৪ সালে সিডিএসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের ভারপ্রাপ্ত সচিব চিঠি পাঠান। এর উত্তরে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের প্রকল্প না থাকায় প্লট বরাদ্দ গ্রহীতাদের পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয় এবং পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রকল্প গ্রহণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে পানি সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়। কর্ণফুলী আবাসিক এলাকার প্লট গ্রহীতাদের পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করার কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, প্লট গ্রহীতাদের জন্য পানির ব্যবস্থা হলে এ আবাসিক এলাকা থেকে অনেক রাজস্ব আদায় করা সম্ভব হবে চট্টগ্রাম ওয়াসার। এ বিষয়টি বিবেচনা করে প্লট গ্রহীতাদের পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করার অনুরোধ জানানো হয়। উল্লেখ থাকে ২০১৯ সালে ভাণ্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পটি করা হয়েছিল কর্ণফুলীর দক্ষিণ পাড়ে আনোয়ারা ও পশ্চিম পটিয়া এলাকায় গড়ে ওঠা কোরিয়ান ইপিজেড, চায়না ইকোনমিক জোন, সিইউএফএল, কাফকো ও পটিয়া ইন্দ্রপোলের লবণ কারখানাসহ অন্যান্য শিল্পাঞ্চলগুলোতে সুপেয় পানি সরবরাহ করার উদ্দেশ্যে। তাই এ প্রকল্প থেকে প্রতিদিন ৬ কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।