সুদর্শন চক্রবর্ত্তী,নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান।
গতকাল ২১ জানুয়ারি বিকেল ৪ ঘটিকায় বোয়ালমারী উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের আমন্ত্রনে বোয়ালমারীতে আসেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান। এ সময় উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা তাকে পৌরভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল বের করেন। উক্ত মিছিলটি ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক পরশ সিকদারের অফিসে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক পরশ সিকদার, সদস্য সাইফুল কবির রাসেল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক গফফার বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক হৃদয় কুমার দাস, নগরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক তালুকদার রাসেল সহ প্রমূখ।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী আব্দুস সোবহানকে আহ্বায়ক করে ফরিদপুর জেলা কমিটি ঘোষণা করে।