মহসিন পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার এএসআই মো: গোলাম জিলানী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেটমহাসড়কের বিশ্বরোড সোফান সি এন জি পাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৮ বোতল স্কফ সহ মোঃ হিমেল মিয়া(২০)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হিমেল মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালীগচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মো: আনোয়ারমিয়ার ছেলে।
উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পথচারী হিমেল মিয়া কে তল্লাশি করেতার সাথে থাকা নিষিদ্ধ স্কপ ৩৮ বোতল পাওয়া যায়।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনারসতত্যা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তিনিআরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।