মহসিন পারভেজ, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার এএসআই শফিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড সাফকো সি এন জি পাম্পের সামনে রাত ১১:৩০ বাজে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজা সহ মোছা: তানিয়া আক্তার (৩০)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোছা: তানিয়া আক্তার (৩০) স্বামী- জসিম উদ্দিন , নরসিংদী জেলার বেলাবো থানার টাংগালিয়া গ্রামের মৃত. শামসুদ্দিন মিয়ার মেয়ে।
উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান নিয়ে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পথচারী, তানিয়া কে পথচারী মহিলার মাধ্যমে তল্লাশি করে বিশেষ কায়দায় তার শরিলের সাথে বাধা অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ঈদ কে সামনে রেখে আমাদের অভিযান আরো জোরদার করা হয়েছে।