ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়ন চাউড়া এলাকা থেকে ৪ কেজি কেজি গাঁজাসহ রায়হান মিয়া বয়স আনুমানিক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
আটককৃত রায়হান মিয়া বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রশিদ সঙ্গীর ফোর্স সহ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া এলাকার আখাউড়া থেকে চান্দুরা অভিমুখি যাত্রীবাহী সি এন জি তে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরোও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।