আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি”
এই স্লোগানকে সামনে রেখে ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘কনসার্ট ফর সুন্দরবন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. হোসেন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বিভিন্ন ফোরামে সুন্দরবনকে রক্ষা করতে বোড গঠনের দাবি জানিয়েছি। সেই সাথে আমাদের উপকূলীয় এলাকায় স্থায়ী ভেড়ি বাঁধ নির্মাণের জন্য মহান সংসদে প্রস্তাব রেখেছি। সুন্দরবনকে রক্ষা করতে সকলের সহযোগিতা দরকার। আমরা ছোট বেলায় ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন তেমন দেখিনি। কিন্তু বর্তমানে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প আমাদের উপর বারবার আঘাত হানছে। তিনি আরো বলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা সামাজিক উন্নয়নে আত্মমানবতার সেবায় যে কাজ করছে সেটি প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি সুব্রত হালদার, ভিবিডির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণামালা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিতি ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম বিপ্লব হোসেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।