নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
সারাদেশের মত ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় ভাংগা উপজেলা প্রশাসন ও মহিলার অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মোতালেব, ভাংগা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ, সঙ্গীত শিল্পী দুলাল সাহা, মমতাজ বেগম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ড প্রমুখ।
র্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়া র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমের আলোচনা সভায় এসে মিলিত হয়।