সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউলীবেড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া, কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফাইজুর রহমান, ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার এবং সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।
এছাড়া আবেশ স্মৃতি সংসদের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান, কাজী আবু হেনা রাসেল, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ফরহাদ নান্নু, আরাফাত মনি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গন্যমান্য ও সুধী সমাজের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বঙ্গবন্ধু তরুণ সংঘ, লালন আনন্দধাম, বন্ধন সমমনা আইনজীবী মৈত্রী, জান্নাত জুয়েলার্স।
খেলায় বঙ্গবন্ধু তরুণ সংঘ চরমুগডুবা ১-০ গোলে রহমতুল্লাহ ও সাইদুল বেপারী স্মৃতি সংসদ কে হারিয়ে জয় লাভ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।