নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে মহিলাদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিউনিটি ষ্টোর সদাইপাতির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোসাঃ মাবিয়ার সভাপতিত্বে এবং সুমি খাতুন কনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দীন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া, অর্পনা মন্ডল, তথ্য আপা, শাহেদ ফেরদৌস কান্ট্রি ডিরেক্টর, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ, খন্দকার আজিজুল হক মনি, নির্বাহী পরিচালক, উলাসী সৃজনী সংঘ। এছাড়াও সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ফিল্ড কোর্ডিনেটর মোঃ মোখলেছুর রহমান।