নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
ফরিদপুরের ভাংগা উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাংগা ইউআরসির ইনস্ট্রাক্টর অনিতা দত্তের স্বামী বাবু অনাদি মজুমদার ঢাকা থেকে ফেরার পথে আজ ১৯ মার্চ সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপর নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি দীর্ঘদিন ভাংগা উপজেলায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ভাংগার সরকারি অফিসসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনাদি মজুমদার গোপালগঞ্জের উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যার জনক।
তার অকাল মৃত্যুতে ভাংগা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু সহ বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায়, আজ ভোরে ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১৬ জন যাত্রী নিহত হন। শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের লাশ উদ্ধার করেন।