নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের ভাংগা উপজেলার সুয়াদীতে সিসিবিএল হাইওয়ে রেস্তোরাঁর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা পৌরসভার মেয়র আবু রেজা মোঃ ফয়েজ, ভাংগা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূইয়া (ভাংগা সার্কেল), ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবীর মুন্সী বিতু প্রমুখ।
এছাড়া ভাংগা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ, শাহাদাৎ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সুদর্শন চক্রবর্ত্তী (শান্ত) সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।