সুদর্শন চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গতকাল (১৭ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময়ে ভাঙ্গা বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্ট এর হলরুমে আনন্দঘন পরিবেশে ‘ভাঙ্গা উপজেলা সাংবাদিক ঐক্যজোট’ এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বেশ কয়েক দিন ধরে বার বার আলোচনা শেষে গতকাল ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলির সদস্যের মাধ্যমে ‘ভাঙ্গা উপজেলা সাংবাদিক ঐক্যজোট’ এর কমিটির পূর্ণাঙ্গ রূপ পায়। উপদেষ্টা মন্ডলীরা হলেন, মোঃ মিজানুর রহমান মুন্সি, মিয়ান আলমগীর, ওবায়দুর রহমান, ছানোয়ার হোসেম, আলম মুন্সি।
সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা (ফালগুনি টিভি-ভাঙ্গা উপজেলা প্রতিনিধি), সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মুন্সি (বঙ্গ টিভি-নিজস্ব প্রতিনিধি, দৈনিক কালের সমাজ-ফরিদপুর জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ সারাবেলা-ভাঙ্গা উপজেলা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম মুন্সি।
এছাড়া সিঃ সহ-সভাপতি মোঃমহিউল আলম, সহ-সভাপতি মোঃরিপন শেখ, সহ-সভাপতি মোঃ রনি মিয়া, সহ-সভাপতি ডাঃ সুমন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল বারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ শোভন, প্রচার সম্পাদক মোঃ সুমন মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক সানজিদ ফেরদৌস নিসু, দপ্তর সম্পাদক মোঃ রনি মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আকতারুজ্জামান আকতার, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জয় হাসান।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। তাই সমাজের বিভিন্ন অন্যায় অনিয়ম-দুর্নীতিসহ ঘৃণিত অপরাধ নির্ভীক চিত্তে কলমের মাধ্যমে প্রকাশ করবে। এছাড়া নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটি সুখে-দুঃখে একসাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।