সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
ভাংগা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভাংগা বাজার বণিক সমিতির কার্যালয়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীমের সার্বিক পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ এবং ভাংগা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সহঃ অধ্যাপক এবি.এম মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাংগা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.এম আসাদুজ্জামান মুন্সি, প্রীতম সরকার, আক্তার মাতুব্বর, ইমরান মুন্সী, মাহমুদুল হক বাহার, রনি মিয়া, জাকারিয়া খান, সানোয়ার হোসেন এবং মোঃ রাসেল সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।