নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
ফরিদপুরের ভাংগা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় ক্যাফে পদ্মায় আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাংগা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভাংগা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল, ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সুজাউজ্জামান জুয়েল, ভাংগা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সহঃ অধ্যাপক এবি.এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন, ভাংগা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক এম.এম আসাদুজ্জামান মুন্সি সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।