সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
আগামী ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে আটটায় মত বিনিময় অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর কাউলিবেড়াধীন তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। এছাড়াও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জান রাজা, ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা আাগামী ২৯শে মে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে মোখলেছুর রহমান সুমন ও ভাইস চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিল এর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।