এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
ভাটি অঞ্চলের জনপদে যখন শিক্ষা, দীক্ষা অর্জনের ছিল না কোনো সুব্যবস্থা। স্থানীয়রা ও ছিল পাঠশালার জ্ঞান অর্জনে উদাসীন। শিক্ষার আলোহীন, অন্ধকারে নিমজ্জিত ছিল ভাটির অঞ্চল। এর ফাঁকে প্রতিভা আর কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করতে সক্ষম হয়েছেন, কবি, সাহিত্যক, ভাষা সৈনিক শাহেদ আলী। যার আলোয় আলোকিত গুটা ভাটির অঞ্চল আজ। ৬ নভেম্বর ২০০১ সালে, এই দিনে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে জীবনের গল্প অবসান ঘটিয়ে চলে গেছেন, ওপারে।
সেই মহান ভাষা সৈনিক, অধ্যাপক শাহেদ আলী'র ২১তম মৃত্যু বার্ষিকী আজ।
ভাষা সৈনিক শাহেদ আলী, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অজয় পাড়া মাহমুদপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ২৬ মে, ১৯২৫ সালের জন্ম গ্রহণ করেন তিনি ।
কর্মময় জীবনে অর্জন করেছেন, অনেক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন জাতীয় স্বীকৃতি", সাহিত্য, ইসলামী প্রবন্ধ, অনুবাদ সাহিত্য ছোট গল্প, বিষয় ইসলামী ঐতিহ্য ইসলামি বিপ্লব উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪) একুশে পদক ১৯৮৯, ইসলামিক ফাউণ্ডেশন পুরস্কার ১৯৮৬, কিশোর কন্ঠ সাহিত্য পুরস্কার মরণোত্তর (২০০৩) এই মহান মানুষটি বহু গুণে গুনাম্বিত
হয়েছেন নিজের আলোর শিখা,যার আলোকিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তথা পুরো ভাটি অঞ্চল।
ইচ্ছা থাকলেই সফল হওয়া যায়, তিনি তা প্রমাণ করে গেছেন, অজয়পাড়ার গ্রাম থেকে। যোগাযোগ বিছিন্ন, অভাব, অনটন সব প্রতিকূলতাকে পাশকাটিয়ে অর্জন করেছেন
সফলতার মুকুট। তিনি একাধারে কবি, সাহিত্যক, সম্পাদক, মহান পেশা শিক্ষকতা
করেছেন। মায়ের ভালবাসা সম্মান অক্ষুণ্ণ রাখতে, ১৯৫২ সালে সক্রিয় ভূমিকায় রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ফাতেমা পাটির প্রতিনিধি হয়ে, হয়েছেন আইন সভার সদস্য।
তারঁ কর্মের মাধ্যমে সৃষ্টি করেছেন, অনেক গল্পগ্রন্থ তার মধ্যে উল্লেখ যোগ্য, একই সমতলে, জীব্রাইলের ডানা, পোড়ামাটির গন্ধ প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।