আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো “সিআডি” তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ ফাডনিশ (ফ্রেডি)। সি আইডি‘র ইনিস্পেক্টর অভিনেতা দীনেশ ফাডনিশ ফ্রেডি। যার অভিনয়ে কলকাতা জনপ্রিয় টিভি শো সিআডিতে ফ্রেডির হাজার হাজার ভক্ত শোকাহত। দীনেশ ফাডনিশ এই ধারাবাহিকে যুক্ত হন ১৯৯৮ সালে। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিরিয়াস চরিত্রে অভিনয় করলেও তিনি কমিডিয়ান চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যক্তিগত ভাবে তিনি বেশ নরম-হৃদয়ের অধিকারী ছিলেন যিনি তার স্ত্রী মনিষাকে খুব পছন্দ করেন। আত্মা নাম শুনলেই তার ঘাম ঝরতে শুরু করে এবং এই জন্য তিনি এসিপি সাহেবের কাছে বকাও খেয়েছেন। তার মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিrসাধীন অবস্থায় সোমবার (৪ ডিসেম্বর) রাতে লাখো ভক্তের মাঝ থেকে চীরতরে সিআডি হতেই নয় বরং পৃথিবীর মায়া ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর। তার মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীনেশ ফাডনিশেন মরাদেহ তার মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়। তাকে শেষবারের মত দখতে দয়নন্দ শেঠিসহ “সিআডি“ ধারাবাহিকের সকল শিল্পীই বাসায় হাজির হন।
তার মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে আগে জানা গিয়েছিল ফ্রেডি হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার মুম্বাইয়ের দৌলত নগর শ্মশানে তার শেষকৃত্য করা হয়।
তবে “সিআডি“ ছাড়াও দীনেশকে আমির খানের সরফারোশ এবং সুপার ৩০ হৃত্রিকের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।