আলী আজীম, মোংলা (বাগেরহাট):
ভারতে উন্নত চিকিৎসা শেষে মোংলায় ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা পৌর শাখার সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান । শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় যশোর থেকে মোংলায় ফিরেন পৌর মেয়র। এসময় পৌর কাউন্সিলর বৃন্দ, পৌর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
ভারতে চিকিৎসার সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ মোংলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পৌর মেয়রের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা সভার আয়োজন করেন।
এ জন্য চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ মোংলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
চিকিৎসার উদ্দেশ্যে ভারত সফরকালে পৌর মেয়রের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী লতিফা বেগম, নাতি জারিন তাসনিম হিমি ও মেয়রের ব্যক্তিগত সহকারী ফাহিম হাসান অন্তর।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।