মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
‘বাতাসে বহিসে প্রেম, নয়নে লাগিল নেশা,কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ
আজ ১৪-ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস,নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে ওঠে,তীব্র সৌরভ ছড়িয়ে সৌন্দার্যবিভায়। তাই এ দিবসে ভালবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে সাগর কন্যা কুয়াকাটায় ফাগুনের আগুন ধরা রঙে হৃদয় রাঙানো বাসনা নিয়ে জড়ো হয়েছে শত শত যুগল।
বিশেষ দিবসে এ কারণে দর্শনার্থীদের আগমন বাড়ায় প্রসাশনের পক্ষ থেকেও নেয়া হয়েছে জোড়দার নিরাপত্তা ব্যবস্থা।গতকাল ছিল বসন্তের দিন,আজ দিনটি ভালবাসার ।
সব মিলে বিশ্ব ভালবাসা দিবসে পূর্ণরুপে থেমে নেই প্রেমিক যুগলের উত্তাল বিচরন।বসন্তের সাথে সাথে বসন্তের গভীর সম্পর্ক নিয়ে দুটি দিবস পাশাপাশি হওয়ায় আনন্দের মাত্রাটাও বেশি।তাই প্রকৃতির অপরুপ সৌন্দর্যমন্ডিত কুয়াকাটার স্পট গুলোতে ভিড় জমেছে যুগল দম্পতিদের।
পারিবারিক ভাবেও এসেছেন অসংখ্য মানুষ স্বামী-স্ত্রী ভাইবোন,প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও হৃদয় নিঙরানো ভালবাসার জয়গানে আপ্লুত এ ভালাবাসা দিবসে দিনভর চলবে উপহার দেয়া নেয়া।এসব প্রেমপিপাসুদের পদচারনায় সৈকত’র বালীয়ারি এখন মুখরিত।যদিও এটি পশ্চিমা রীতি, তবুও ভালবাসার রঙে রঙিন হবে দিন।
মূলত তারুণ্যের উচ্ছাসে তরুণ-তরুনীদের মধ্যে দিবসটিকে ঘিরে উৎসাহ উদ্দিপনা চোখে পড়ার মত।এদিকে এ দিনটি উপলক্ষে কপোত কপোতিদের দৃষ্টি ভেজাতে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন র্স্পটে বাহারি রঙের পসরা সাজিয়ে বসেছেন ফুলের দোকানিরা।বিক্রিও হচ্ছে চড়া দামে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,সৈকতের বেলাভূমে নীল জলে পা ভেজানো স্পন্দন কিংবা অনুভূতি কী যে শীহরণ যোগায় শরীরে তা খুব কাছাকাছি থেকেই বোঝা যায়। হাতে হাত ধরে অব্যক্ত কথা প্রকাশেই একে অপরকে বোঝানোর চেষ্টা।কেউ কেউ কাছাকাছি গাঁ ঘেষে স্মার্ট ফোনে সেলফি তুলে স্যোসাল মিডিয়ায় আপলোড দিয়ে বিশেষ এই দিনটি স্মৃতির ক্যালেন্ডারে যোগ করে দিচ্ছেন।
আজ এই দিনে প্রেমপিয়াসি হৃদয়ে ব্যাকুল কথার কলি ফোটায়ে মিটবে মন বাসনা এমনটাই প্রত্যাশা অতৃপ্ত ভালবাসার কাঙ্গালদের।কুয়াকাটা হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন,যাতায়াত ব্যবস্থায় উন্নয়ন হওয়ায় ও নিরাপত্তা ব্যবস্থা জোড়দার থাকায় এ দিবসে পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেক।কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এস আই অসিম জানান, প্রত্যেকটি দর্শনীয় স্পটে আমাদের ট্যুরিষ্ট পুলিশের টহল রয়েছে।
মহিপুর থানার ওসি সাঈদুল ইসলাম জানান,ভালবাসা দিবস উপলক্ষে পর্যটকদের ঢল নেমেছে।এ ক্ষেত্রে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য মহিপুর থানা পুলিশ সচেষ্ট রয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা জানান, বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনির সাথে মিটিং হয়েছে, আশাকরি কোন প্রকার সমস্যা ছাড়াই পর্যটকরা এ দিবসটি উদযাপন করতে পারবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।