আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন । বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের শহিদ মিনারে কয়েকশত নেতাকর্মী নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মো.শহিদ, কামাল হোসেন, আব্দুল বাছের প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সকলের আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে সালথা উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।