মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট গর্বিত সন্তান জেলার সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির উদ্দিন আহমেদ আজ ১৯ মে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ... রাজিউন)।
তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবস গ্রামে ২৩ মার্চ ১৯৩৫ সালে জম্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তাঁর পিতা-আলিম উদ্দিন মন্ডল ও মাতা- জহিরন নেছা। তিনি ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যায়ন করার সময় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি লালমনিরহাটে ভাষা সংগ্রাম পরিষদ গঠন হলে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে স্কুলের ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করার চেষ্টা করেন। তখন তিনি কৌশলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ ভাষা সংগ্রাম পরিষদের সভাপতি হওয়ার অপরাধে তাঁকে গ্রেফতার করে। ভাষা সৈনিক জহির আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।