আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রযুক্তি – ভুট্রার সাথে আন্তঃফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার বিকেলে উপজেলার মাঝিগাতী এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম ও এডিডি হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।