আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
ফুটবল মহাতারকা সৌদি আরবের প্রো লিগের মাস সেরা খেলোয়ার সদ্য যুক্ত হওয়া সৌদির আল নাসের ক্লাবের সদস্য সিআর সেভেন রোনালদো শুধু খেলার মাঠেই নয়,অতীতের ন্যায় এবারও মানবিক কাজের জন্য আলোচনায় আসলেন এই ফুটবল তারকা ।
জানা যায়,তুরস্কের ভূমিকম্পে সর্বস্ব হারিয়ে ফেলা ক্ষুদে ভক্ত নাবিল সাঈদের দায়িত্ব নিয়েছেন মানবতার সেবক রোনালদোর। যদিও সাঈদের ইচ্ছে ছিল,জীবনে একবার হলেও প্রিয় তারকার সঙ্গে দেখা করবে সে।অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। নাবিলের সঙ্গে দেখা করেছেন পর্তুগিজ সুপারস্টার। গতকাল শনিবার সৌদিসহ বিভিন্ন গণমাধ্যমে তা ফলো করে প্রকাশ করা হয় ।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছর বয়সী নাবিল তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধারকারী দলের কাছে রোনালদোর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং তা সৌদি কর্তৃপক্ষের নজড়ে আসে।
জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান তুর্কি আলালশিখ টুইটারে ক্লিপটি শেয়ার করেন এবং নাবিলের পরিচয় জানতে চান। এমনকি তিনি নাবিল ও তার মাকে সৌদি আরবে স্বাগত জানান।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, যখন নাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সে কার সঙ্গে সৌদি ভ্রমণ করতে চায়?নাবিল উত্তরে বলেছিল,‘আমার বাবা এবং মা, কিন্তু দ্রুতই নিজেকে সংশোধন করে বলেছিল- তার বাবা আর নেই।গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিলের বাবা মৃত্যু বরণ করেন ।
রোনালদোর খেলা দেখার পাশাপশি তার সঙ্গে দেখার করার ইচ্ছেও পূরণ হয়েছে নাবিলের।রোনালদোকে দেখার সঙ্গে ‘আমি তোমাকে ভালবাসি’বলে হাত মেলাতে যায় নাবিল। আর সেসময় নাবিলকে জড়িয়ে তার খোঁজখবর নেন রোনালদো।
গণমাধ্যমের খবরে বলা হয়, নাবিলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন রোনালদো।শুধু নাবিল নয়,এর আগেও অসংখ্য দুস্থ অসহায় শিশুর দায়িত্ব নিয়েছেন এই ফুটবল তারকা ও মানবতার সেবক রোনালদো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।