বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ
ভূমি দস্যুর হাত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই ইউনিয়নের এলাকাবাসিরা। মঙ্গলবার দুপুরে ডাহুক নদী পার্শবর্তী শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের পাঁচ গ্রামের এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, এলাকাবাসি,মাহফুজুর রহমান,মসিরুল হক,মজিবুল হক,প্রমূখ। বক্তারা বলেন ডাহুকের খাস জমি এবং নিরীহ মালিকদের জমি জবর দখল করে পাথর উত্তোলন করছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ্য এবং বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শেখ কামাল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে নির্বাচনও করেন তিনি। সরকারি নিষেধাজ্ঞা সত্বেও আওয়ামী সরকারের প্রশাসনকে ম্যানেজ করে ১৫ বছর ধরে প্রভাব খাটিয়ে পাথর উত্তোলন করলেও শেষের দিকে এই এলাকায় পাথর উত্তোলন বন্ধ করে দেয় প্রশাসন। ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর স্থানীয় জমির মালিক ও পাথর ব্যবসায়িরা পাথর উত্তোলন শুরু করলে শেখ কামাল আবারও দখল করে নেয় ওই পাথর কোয়ারী। অভিযোগ উঠেছে শুধু নদীতেই নয় আশে পাশের নিরীহ মানুষের জমি দখল করে পুরোনো কায়দায় আবার পাথর উত্তোলন শুরু করেছেন ওই নেতা । অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলেছে,কিন্তু দির্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরাহা পায়নি এলাকাবাসীরা। তাই বর্তমান অন্তর্বর্তীন সরকারের নিকট নদী দখল মুক্ত সহ ভূমি দস্যুদের বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আব্দুল কাদের।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।