বিশেষ প্রতিনিধি নরসিংদীঃ
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ও মালবাহী কন্টেইনার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বহু যাত্রীর প্রানহানি ও আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব জংশন রেলস্টেশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালবাহী কন্টেইনার ট্রেনটি এগারোসিন্ধুর ট্রেনের পেছনের তিনটি বগিতে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কতজন নিহত হয়েছে তা এখন সঠিকভাবে বলা যাচ্ছেনা। কেননা এখনও বহুযাত্রী ট্রেনের বগির নিচে চাপা পড়ে রয়েছে।
অপরদিকে নিহতদের লাশ একে একে উদ্ধার করে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে এবং বগির ভিতর আটকে পড়া আহত যাত্রীদের আত্ম-চিৎকারে আকাশ ভারী হয়ে উঠে। উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে বেগাত ঘটছে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, এগারোসিন্ধুর যখন ঢাকার দিকে যাচ্ছিল তখন এটার পেছনের অংশে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেখানে একটা সাইড কলিশন হয়েছে, যার ফলে হতাহত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।