ভোটের দিনে ফাঁকা রাজধানী
রিপোর্টার নামঃ
-
আপডেট সময়
রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
-
১১৪
বার পঠিত
ভোটের দিনে ফাঁকা রাজধানী
জধানীতে এমন পরিবেশ দেখা যাবে, এটা কেউ কল্পনা করেছেন বলেও মনে হয়নি। আজকের ঢাকার দৃশ্য পুরোটাই কল্পনাতীত বললেও কম হবে। শহরের কোথাও চিরচেনা সেই গাড়ির শব্দ নেই, নেই যানজট। মানুষের চলাচলও তেমন একটা নেই বললেই চলে। বিপণিবিতানসহ দোকানপাটগুলোও বন্ধ। ঢাকা শহর পুরোটাই ফাঁকা
সংবাদ মাধ্যম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী দুএকটি গাড়ি সাঁইসাঁই করে চোখের পলকে ছুটে যেতে দেখা গেলেও সবগগুলো সড়কই একেবারেই ফাঁকা।
আজ রোববার (৭ জানুয়ারি) ঢাকার বিভিন্ন শহর ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে এ নির্বাচন বর্জনের ডাক দিয়েছে বিএনপিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো। তাদের ডাকে দুইদিনের হরতালের আজ দ্বিতীয় দিন চলছে।
রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল, ফকিরাপুল, গুলিস্তান, পল্টন, মহাখালী, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে গণপরিবহণের দেখা মেলেনি। দুএকটি সিএনজিচালিত অটোরিকশা ও পায়ে টানা রিকশা চলতে দেখা গেলেও মানুষজনের উপস্থিতি একেবারেই সীমিত। মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
সংবাদ মাধ্যম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী দুএকটি গাড়ি সাঁইসাঁই করে চোখের পলকে ছুটে যেতে দেখা গেলেও সবগগুলো সড়কই একেবারেই ফাঁকা।
আজ রোববার (৭ জানুয়ারি) ঢাকার বিভিন্ন শহর ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে এ নির্বাচন বর্জনের ডাক দিয়েছে বিএনপিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো। তাদের ডাকে দুইদিনের হরতালের আজ দ্বিতীয় দিন চলছে।
রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল, ফকিরাপুল, গুলিস্তান, পল্টন, মহাখালী, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে গণপরিবহণের দেখা মেলেনি। দুএকটি সিএনজিচালিত অটোরিকশা ও পায়ে টানা রিকশা চলতে দেখা গেলেও মানুষজনের উপস্থিতি একেবারেই সীমিত। মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
সাংবাদ পড়ুন ও শেয়ার করুন
আরো জনপ্রিয় সংবাদ